4:36 pm , June 26, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর তিন স্বর্ণ ব্যবসায়ী ও দুই স্বর্নকারের ৩৫ লাখ টাকা নিয়ে উধাও হয়েছে স্বর্ন ব্যবসায়ী দম্পত্তি। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী স্বর্ন ব্যবসায়ী। আত্মগোপনে যাওয়া স্বর্ন ব্যবসায়ী দম্পত্তি হলো নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের বাসিন্দা বাবু মিত্র ও তার স্ত্রী জয়শ্রী ঘরামী। অভিযোগকারী নগরীর নগরীর গীর্জামহল্লায় স্বর্ণের ব্যবসায়ী রানা জানান, পাশাপাশি ব্যবসা করার কারনে তাদের মধ্যে সু-সম্পর্ক গড়ে ওঠে। এই সুযোগে বিভিন্ন সময়ে বাকিতে স্বর্ণালংকার নিয়ে বিক্রি করে টাকা পরিশোধ করতেন বাবু। গত ১৫ জুন বাবু তার কাছ থেকে ১৫ ভরি ৪ আনা স্বর্ণালংকার বিক্রির জন্য বাকিতে নিয়ে যায়। এরপর আমার স্বর্ণের মূল্য ১৪ লাখ ৪৭ হাজার টাকা পরিশোধ না করে স্ত্রী জয়শ্রী ঘরামীর সহায়তায় বাবু আত্মগোপনে গিয়েছে । তারপর থেকে বাবুর মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তা বন্ধ পেয়েছি। পরে জানতে পারি পাশের ব্যবসায়ী সুদেব কর্মকারের কাছ থেকে ১২ লাখ ১৫ হাজার টাকা মূল্যের স্বর্ণ নিয়ে টাকা পরিশোধ করেননি বাবু। এছাড়া আরেক স্বর্ণ ব্যবসায়ী জসিম হাওলাদারের চার লাখ টাকা পায়নি। এছাড়া দুই স্বর্ণের কারিকর পলাশ কর্মকার ও উজ্জল দেবনাথের মোট পাঁচ লাখ টাকা পরিশোধ না করে উধাও হয়েছেন।
কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, এই বিষয়ে অভিযোগ পেয়েছি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।