ঈদের দিন শেবাচিম ও কারাগারে পরিবেশন করা হবে বিশেষ খাবার ঈদের দিন শেবাচিম ও কারাগারে পরিবেশন করা হবে বিশেষ খাবার - ajkerparibartan.com
ঈদের দিন শেবাচিম ও কারাগারে পরিবেশন করা হবে বিশেষ খাবার

4:35 pm , June 26, 2023

নিজস্ব প্রতিবেদক ॥  ঈদুল আজহা উপলক্ষে শেবাচিম হাসপাতাল ও বরিশাল কেন্দ্রীয় কারাগারে বিশেষ খাবার পরিবেশন করা হবে। বিশেষ এই দিনে রোগী ও বন্দীদের রোস্ট পোলাউ, গরু ও খাসীর গোশতের ব্যবস্থা করা হয়েছে। শেবাচিম হাসপাতাল পরিচালক ও বরিশাল কেন্দ্রীয় কারাগার কর্র্তৃপক্ষ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। হাসপাতাল পরিচালক ডাঃ মোঃ সাইফুল ইসলাম বলেন, কোরবানীর দিন সকালে কলা রুটির সাথে বিশেষ খাবার হিসাবে থাকবে সেমাই ও মিষ্টি। দুপুরে খাসীর গোশতের সাথে পোলাউ ও ডিমের কোরমা। রাতে থাকবে মাছের সাথে সবজি ও ভাত। হাসপাতাল পরিচালক বলেন, এদিন যারা হাসপাতালে রোগী হিসাবে ভর্তি থাকবেন শুধু তারাই এ খাবার পাবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও কোরবানীর দিন বিশেষ খাবার পরিবেশন, মেডিকেল টিম গঠন, আউটডোর খোলা রাখার নির্দেশনা দিয়ে হাসপাতাল পরিচালকসহ সংশ্লিষ্টদের চিঠি দিয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। বরিশাল কেন্দ্রীয় কারাগারে ঈদের দিন সকালে বন্দীদের জন্য পায়েস, দুপুরে মাছ, আলুর দম, সাদা ভাত রয়েছে। হাসপাতালে দুপুরে বিশেষ আয়োজন করা হলেও কারাগারে করা হয়েছে রাতে। এদিন রাতে পোলাউ, গরুর গোশত (বিশেষ ক্ষেত্রে খাসীর গোশত) ও মিষ্টির রয়েছে। এছাড়া রয়েছে পান সুপারির ব্যবস্থা। বরিশাল কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেল সুপার মোঃ ফখর উদ্দিন বলেন, বিশেষ দিনে কারা অভ্যন্তরে এক ধরনের উৎসবের আমেজ থাকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT