4:25 pm , June 25, 2023
ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে কুয়েত প্রবাসীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। রোববার সদর উপজেলার পশ্চিম চাঁদকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত ওই গ্রামের মৃত আলী আজিম খানের পুত্র ফয়েজ খান ঝালকাঠি সদর হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ফয়েজের স্বজন শফিউল আজম বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, ফয়েজ আত্মীয়ের জমি বালু দিয়ে ভরাট করে। বালুর পানি পাশের বাসিন্দা সাইফুলের ভাড়াটিয়ার বাসায় প্রবেশ করে। তখন একই এলাকার বাসিন্দা শিমুল, আনোয়ার হোসেন, সজিব ও সাইফুল ক্ষতিপুরণ হিসাবে টাকা দাবি করে। ফয়েজ খান কিছু টাকা দিতে চাইলে তারা না নিয়ে গালি ও হুমকি দেয়। দুপুর ২টার সময় ফয়েজের বাসার সামনে গিয়ে অশ্লীল ভাষায় গালি দেয়। ফয়েজ খান প্রতিবাদ করলে তাকে মারধর ও কুপিয়ে জখম করে। এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিন সরকার জানান, ‘উক্ত ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে এবং থানার এ এসআই মাসুমকে হাসপাতালে আহত ফয়েজ এর খোজ খবর নেয়ার নির্দেশ দেন।’