ববি’র ভারপ্রাপ্ত উপাচার্য ড. বদরুজ্জামান ভূঁইয়া ববি’র ভারপ্রাপ্ত উপাচার্য ড. বদরুজ্জামান ভূঁইয়া - ajkerparibartan.com
ববি’র ভারপ্রাপ্ত উপাচার্য ড. বদরুজ্জামান ভূঁইয়া

4:20 pm , June 25, 2023

খবর বিজ্ঞপ্তির ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ৯ দিনের ছুটিতে দেশের বাইরে থাকবেন। উপাচার্যের এই ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন। রোববার বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সুপ্রভাত হালদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্যজানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের “ওহফরধহ ওহংঃরঃঁঃব ড়ভ ঞবপযহড়ষড়মু ইড়সনধু (ওওঞই)-তে অধ্যয়নরত তার একমাত্র কন্যার সাথে সাক্ষাতের জন্য ভারত যাচ্ছেন। উপাচার্য ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সেখানে থাকবেন। উপাচার্যের ছুটির সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া তার নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের রুটিন কাজসমূহ পরিচালনা করবেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কোন সিন্ডিকেট সভা না থাকায় বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ৯ দিনের ছুটি শেষে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন তার নিয়মিত দায়িত্ব পালন করবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT