ঈদে অতিরিক্ত গতির মোটরযান চলাচল বন্ধ- পুলিশ কমিশনার ঈদে অতিরিক্ত গতির মোটরযান চলাচল বন্ধ- পুলিশ কমিশনার - ajkerparibartan.com
ঈদে অতিরিক্ত গতির মোটরযান চলাচল বন্ধ- পুলিশ কমিশনার

4:18 pm , June 25, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মহানগর পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেছেন, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘর মুখো মানুষের যাত্রাকে নিরাপদ ও নির্বিঘœ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ হল পরিবহন সেক্টর। তাই সড়ক পথে শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে খেয়াল রাখতে হবে। এছাড়া নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে মোটরযান চলাচল বন্ধ করণের পাশাপাশি মোটরযানে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন বন্ধ করা এবং মোটরযান চালনাকালে হেডফোন ও মোবাইল ফোন ব্যবহার বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। রোববার সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর সদর দপ্তরের সম্মেলন কক্ষে “মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটি এবং যাত্রী ও পণ্য পরিবহন কমিটির যৌথ সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এছাড়াও সভায় বিধি মোতাবেক রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রেশন প্রদান করা এবং ফিটনেসহীন যানচলাচল বন্ধকরণ সহ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিআরটিএ বরিশালের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ জিয়াউর রহমান( পিএএ), সরকারি বি এম (ব্রজমোহন) কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত-পিপিএম (বার), বরিশাল মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা বৃন্দ, বরিশাল আঞ্চলিক পরিবহন কমিটি ও বরিশাল বিআরটিএ কর্তৃপক্ষ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT