4:15 pm , June 25, 2023
নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত গতকাল প্রধান নির্বাচনী কার্যালয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন -পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত ) এর সাথে রোববার সকালে নগরীর কালুশা সড়কে তাঁর বাসভবনে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র বরিশাল জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র বরিশাল জেলা কমিটির আহবায়ক গাজী শাহ রিয়াজুল কবীর, সদস্য সচিব ও বিসিসির কাউন্সিলর কোহিনুর বেগম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার বেপারী । এসময় আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র বরিশাল জেলা কমিটির সদস্য বিনয় ভূষন মন্ডল অশোক, শাহানাজ মিতা,নারী নেত্রী লীলা রাণী দত্ত, ভুদেব মৈত্র, সঞ্জীব কর্মকার সহ সংগঠনের শিশু-কিশোর বৃন্দ। এরপর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র কেন্দ্রীয় কমিটির সভাপতি মিয়া মনসফ ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটন এর পক্ষ থেকে নবনির্বাচিত মেয়র কে পাঠানো অভিনন্দন বার্তা তারঁ হাতে তুলে দেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র প্রেসিডিয়াম সদস্য স্বপন কুমার বেপারী । শুভেচ্ছা বিনিময়কালে বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক উন্নত ও সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়ার অসম্পূর্ণ কাজকে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র প্রত্যেকটি সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, সামনে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ। বঙ্গবন্ধু কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে আন্তরিকতার সহিদ কাজ করার জন্য তিনি আহবান জানান।