4:15 pm , June 25, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ সংবাদ প্রচারের জেরে বেসরকারী দেশটিভি চ্যানেলের বরিশাল প্রতিনিধি রাহাত খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নালিশী অভিযোগ দায়ের করেছে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জিয়াউর রহমান বিপ্লব। রোববার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে নালিশী অভিযোগ করেন। নালিশী অভিযোগে বরিশাল প্রতিনিধিসহ দেশ টিভির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালককেও বিবাদী করা হয়েছিলো। ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক শুধু বরিশাল প্রতিনিধির বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য কোতয়ালী মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। অভিযোগের বরাতে ট্রাইব্যুনালের বেঞ্চসহকারী নুরুল ইসলাম কাকন বলেন, নগরীর ২০ নম্বর ওয়ার্ড থেকে টানা দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জিয়াউর রহমান বিপ্লব। কাউন্সিলর ও তার পরিবারের সকলেই উচ্চ শিক্ষিত এবং বরিশাল নগরীতে তাদের সুদৃঢ় অবস্থান রয়েছে। তাই একটি মহল দীর্ঘদিন ধরে তাদের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টায় রয়েছে। নালিশীতে বাদী জানান, গত ১৫ জুন তার ছবি ব্যবহার করে দেশ টিভিতে “বাজার দখল করে নতুন কাউন্সিলর সমর্থকদের চাঁদাবাজি” প্রচারিত সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। প্রচারিত সংবাদের উল্লেখ করা হয়েছে, বরিশাল নগরীর নথুল্লাবাদ বাজার সিটি কর্পোরেশন থেকে অনুমতি দেয়া হয়েছে ও বৈধ ইজারাদার থাকার পরেও কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের লোকজন অবৈধভাবে টোল আদায় করে। এছাড়াও ইজারাদারকে বাজারের নিয়ন্ত্রন ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছে। নালিশীতে কাউন্সিলর জিয়া দাবি করেছেন, তার লোকজন বাজারে যায়নি বা ছেড়ে দেয়ার হুমকি দেয়নি। বাজারটি নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন। কাউন্সিলর বিপ্লবের ভাবমূর্তি ক্ষুন্ন করতে মিথ্যা সংবাদ টেলিভিশনে প্রচার করেছে। এতে বাদীকে তার স্বজনদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। গত ১৮ জুন লিগ্যাল নোটিশ পাঠিয়ে ২৪ ঘন্টার মধ্যে সংবাদটি সরিয়ে ফেলার জন্য ও নি:শর্ত ক্ষমা প্রার্থনার অনুরোধ করা হয়েছিলো। কিন্তু কোন কার্যকরি ব্যবস্থা গ্রহন করেনি। কুরুচিপূর্ন ও মানহানিকর মন্তব্য ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে কাউন্সিলরের সম্মান নষ্ট করেছে। এছাড়াও নিগৃহিত ও অপমানিত হয়েছেন।