নগরী থেকে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ নগরী থেকে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ - ajkerparibartan.com
নগরী থেকে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

4:00 pm , June 24, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে পৃথক অভিযানে দুইজনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। আটকৃতরা হলো- পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাদল এলাকার বাদশা বেপারীর ছেলে সোহাগ বেপারী ও চাঁপুরের কচুয়া উপজেলার ডুমুরিয়া এলাকার আব্দুল মতিনের ছেলে আলমগীর হোসেন (৩১)।
পুলিশ জানিয়েছে, নগরীর ৩০নং ওয়ার্ডের গড়িয়ার পাড় গোল চত্ত্বরের উত্তর পাশে সুমন স্টোর এর সামনে থেকে সোহাগকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। নবগ্রাম রোড, ঈদগাহ লেন, আফিফা ম্যানসনের সামনে থেকে দেড় কেজি গাঁজাসহ আলমগীরকে আটক করা হয়েছে। উভয়ের বিরুদ্ধে কোতয়ালী ও এয়ারপোর্ট থানায় মামলা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT