এক দিনের ব্যবধানে আওয়ামী লীগ নেতার মা-ছেলের মৃত্যু এক দিনের ব্যবধানে আওয়ামী লীগ নেতার মা-ছেলের মৃত্যু - ajkerparibartan.com
এক দিনের ব্যবধানে আওয়ামী লীগ নেতার মা-ছেলের মৃত্যু

3:55 pm , June 24, 2023

কেএম আজাদ রহমান, আগৈলঝাড়া ॥ বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী রিয়াজ আহম্মেদের মা রহিমা বেগম (৬৮) বার্ধক্যজনিত কারনে গত ৬ জুন শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর এক দিন পর ৭ জুন কাজী রিয়াজ আহম্মেদের বড় ছেলে ঢাকা ডেমরা শামসুল হক স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির মেধাবী ছাত্র কাজী নাফিজ আহম্মেদ আকষ্মিক মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। গতকাল শনিবার দুপুরে বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ সরকারের সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কাজী সায়ান আহম্মেদ, আব্দুল মজিদ শাহ্, সাব রেজিস্টার কাজী রুহুল আমীন, কাজী নজরুল ইসলাম, সাবেক শিক্ষক মাখন লাল সরকার, ম্যানেজিং কমিটির সদস্য বাসন্তি হালদার ও শিক্ষক চিত্ত রঞ্জন বাড়ৈ। শোক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী রিয়াজ আহম্মেদের পিতা কাজী ফরহাদ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ স্কুলের কর্মচারী ও এলাকাবাসী। শোক সভা শেষে কাজী রিয়াজ আহম্মেদের মা রহিমা বেগম ও তার ছেলে কাজী নাফিজ আহম্মেদ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT