সমুদ্রগামী লালমোহনের জেলেরা পেলেন বরাদ্দের চাল সমুদ্রগামী লালমোহনের জেলেরা পেলেন বরাদ্দের চাল - ajkerparibartan.com
সমুদ্রগামী লালমোহনের জেলেরা পেলেন বরাদ্দের চাল

3:32 pm , June 24, 2023

লালমোহন (ভোলা) প্রতিনিধি ॥ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোলার লালমোহনের সমুদ্রগামী নিবন্ধিত জেলেদের মাঝে বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়নের ১৫৬৩ জন জেলের মাঝে ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়। সাগরে নিষেধাজ্ঞা থাকায় কর্মহীন এসব জেলেরা ঈদের আগে সরকারি বরাদ্দের চাল পেয়ে খুশি। তারা বলেন, ঈদের আগ মুহুর্তে এ চাল পাওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে আনন্দে ঈদ পালন করতে পারবো। সঠিক সময়ে নিজেদের বরাদ্দের চাল পাওয়ায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন জেলেরা।
চাল বিতরণকালে বদরপুর ইউপি চেয়ারম্যান মো. আসাদ উল্যাহ মেলকার, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সবুজ, ইউনিয়ন পরিষদের সচিব মো. ছিদ্দিকুর রহমান, প্যানেল চেয়ারম্যান মো. ইউসুফসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বাররা উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান মো. আসাদ উল্যাহ মেলকার বলেন, ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন ঈদের আগে এ ইউনিয়নের সকল জেলেকে তাদের বরাদ্দের চাল বুঝিয়ে দিতে বলেছেন। তার নির্দেশনায় জেলেদের চাল তাদের মাঝে স্বচ্ছভাবে বিতরণ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT