বরিশালে প্রধান দুই রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে উত্তেজনা বরিশালে প্রধান দুই রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে উত্তেজনা - ajkerparibartan.com
বরিশালে প্রধান দুই রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে উত্তেজনা

4:31 pm , June 23, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ প্রধান দুই রাজনৈতিক দলের সমাবেশ আজ শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে একই সময়ে স্বল্প দূরত্বে বড় দুটি রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে নগরীতে।তবে সমাবেশ নিয়ে কোন সংঘাত-সহিংসতার আশংকা নেই বলে জানিয়েছেন দুই দলের শীর্ষ নেতারা।ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আজ শনিবার বিকেলে নগরীর বঙ্গবন্ধু (বেলস্পার্ক) উদ্যানে বিভাগীয় তারুণ্যের সমাবেশ আয়োজন করেছে বিএনপি’র সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।এ লক্ষ্যে মঞ্চ নির্মাণসহ সাঁজ সজ্জা প্রায় সম্পন্ন হয়েছে।তারুণ্যের সমাবেশ সফল করতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন যুবদল বিভাগীয় কমিটির সহসাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন।এদিকে, একই দিন বিকেলে নগরীর ফজলুল হক এভিনিউ নগর ভবনের সামনে শান্তি সমাবেশ আয়োজন করেছে যুবলীগ। দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে এই শান্তি সমাবেশ করছে তারা।গতকাল সকালে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারুণ্যের সমাবেশ সফল করতে সাংবাদিকদের সহযেগিতা কামনা করেন যুবদল কেন্দ্রিয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।তিনি বলেন, তারুণ্যের সমাবেশ হবে শান্তিপূর্ণ।ভোট বঞ্চিত মানুষের জোয়ার নামবে তারুণ্যের সমাবেশে।একই সময়ে দুটি বড় রাজনৈতিক দলের সমাবেশের আয়োজন করায় কোন সংঘাত হতে পারে কিনা জানতে চাইলে টুকু বলেন, এর আগে চট্টগ্রাম ও বগুড়ায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সেসব স্থানে কোন সংঘাত সহিংসতা হয়নি।বরিশালের সমাবেশ ঘিরেও কোন সহিংসতার আশংকা নেই বলে দাবি তার।প্রধান দুই দলের সমাবেশ ঘিরে সংঘাতের আশংকা উড়িয়ে দিয়েছেন মহানগর আওয়াম লীগ সাধারণ সম্পাদক ও বিসিসি’র বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ।গতকাল সকালে সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সেরণিযাবাত সাদিক আবদুল্লাহ বলেন, এর আগেও বরিশালে একই সময়ে বড় দুটি রাজনৈতিক দলের সমাবেশ হয়েছে। বরিশালে রাজনৈতিক সহবস্থান এবং স্থিতিশীলতা আছে।কোন সংঘাতের আশংকা নেই বলে তিনিও দাবি করেন।দুটি রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে উত্তেজনার বিষয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, বিএনপি বলেছে তাদের সমাবেশ শান্তিপূর্ণ হবে। যুবলীগও শান্তি সমাবেশ করবে।দুটি সমাবেশ ঘিরে পুলিশ সতর্কাবস্থানে থাকবে যাতে কোন পক্ষ মুখোমুখি হতে না পারে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT