অলিম্পিক ডে উপলক্ষ্যে বরিশালে র‌্যালি অলিম্পিক ডে উপলক্ষ্যে বরিশালে র‌্যালি - ajkerparibartan.com
অলিম্পিক ডে উপলক্ষ্যে বরিশালে র‌্যালি

4:30 pm , June 23, 2023

নিজস্ব প্রতিদেক ॥ ক্রীড়াকে মানুষের অত্যাবশ্যকীয় অঙ্গ হিসেবে তুলে ধরতে গতকাল শুক্রবার উদযাপিত হলো আন্তর্জাতিক অলিম্পিক দিবস। অলিম্পিক ডে উপলক্ষে বরিশালে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় বরিশাল সার্কিট হাউজের সামনে থেকে বের হওয়া র‌্যালির নেতৃত্ব দেন বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান। র‌্যালিটি বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল মারুফ, মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মঞ্জুরুল আহসান ফেরদৌস প্রমুখ, মুরশীদ আবেদীন প্রমুখ।
প্রসঙ্গত, প্রতিবছর ২৩ জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালিত হয়। ১৮৯৪ সালের আজকের দিনই প্রতিষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT