4:25 pm , June 23, 2023
জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নিজের মধ্যে কোন বিভক্তি নেই জানালেও প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান হয়েছে দুইটি। শুক্রবার বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে নগরীরসোহেল চত্বরে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচীর উদ্বোধন করেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তবে সেখানে বর্তমান মেয়র চাচা খোকন সেরনিয়াবাত ও পানি সম্পদ প্রতিমন্ত্রী সদর আসনের এমপি কর্নেল জাহিদ ফারুক শামীম অনুসারী কাউকে দেখা যায়নি। প্রথম প্রহরে সিটি মেয়র হিসেবে দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র সাদিক আব্দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর গাজী নইমুল হোসেন লিটু, এ্যাড. রফিকুল ইসলাম খোকন, গাজী আক্তারুজ্জামান হিরু, সালমা আক্তার শিলা, মজিবর রহমান, সাইদ আহম্মেদ মান্না, কেফায়েত হোসেন রনি, কাউন্সিলর এটিএম শহীদুল্লাহ কবির, সাইদুর রহমান জাকির, তৌহিদুর রহমান ছাবিদ, রাজীব খান, রফিকুল ইসলাম ঝন্টু, হেমায়েতউদ্দিন সুমন সেরনিয়াবাত প্রমুখ। সকালে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, আওয়ামীলীগ কখনই বিভক্ত হয় না, সবসময় একতাবদ্ধ। এ কারনে আওয়ামীলীগ শক্তিশালী।
তিনি বলেন, আমাকে মেয়র থাকতে হবে এমন কোন কথা নেই, আমি নগরবাসীর সাথে ছিলাম, থাকবো। আমার চাচা মেয়র মানেই আমি মেয়র। যেটা ভোটে প্রমানিত হয়েছে। ১২৬ কেন্দ্রের মধ্যে ১২৫টিতে আওয়ামীলীগ জয় লাভ করেছে। আমি মনে করি এটা বরিশাল মহানগর আওয়ামীলীগের জয়লাভ, জননেত্রী শেখ হাসিনার জয়লাভ, এটা খোকন সেরনিয়াবাতে জয়লাভ। শান্তির বরিশাল নগরীকে আমাদের সাধ্য অনুযায়ী শান্তিতে রাখার চেষ্টা করবো।
তিনি বলেন, কিছু লোকজন ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। যারা সুবিধার জন্য আসে দলে, সুবিধা নেয়, সুবিধা নিয়ে চলে যায়। আজ দল ক্ষমতায় না থাকলে কাউকে খুজে পাওয়া যাবে না। যারা দখলবাজ তারা সব সময় ছিলো, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর, সাবেক সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাইদুর রহমান রিন্টু, মাহবুবউদ্দিন আহম্মেদ, রফিকুল ইসলাম খোকন, কাউয়ুম খান কাওসার, রফিকুল ইসলাম ঝন্টু প্রমুখ।
পরে জেলার সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে পুস্পস্তবক অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ আনিসুর রহমান, মাহবুবউদ্দিন আহম্মেদ, অধ্যাপক জাকির হোসেন, মাহতাব হোসেন সুরুজ, মিলন ভুইয়া প্রমুখ।
বিকেল ৫ টায় নগরের সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে থেকে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ সময় মেয়র বলেন, বঙ্গবন্ধুর গড়া আওয়ামীলীগ বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে চলছে। এই অগ্রযাত্রায় সামিল হতে সবার প্রতি আহবান জানান তিনি। এরপর বের হওয়া শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সমাপনি টানে।