ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার - ajkerparibartan.com
ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

3:31 pm , June 23, 2023

ঝালকাঠি প্রতিবেদক ॥ নলছিটিতে নিখোঁজের একদিন পরে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুর নাম মোঃ সামিউল ইসলাম (০২)। সে উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা এলাকার মোঃ কামাল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই নিখোঁজ ছিল শিশু সামিউল। দিন-ভর তার স্বজনরা সম্ভাব্য সব জায়গায় তাকে খোঁজ করেন। তবে সেইদিন কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে শুক্রবার সকাল ১১টায় বাড়ীর পাশে পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মু: আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু গতকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল তাই তার পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। তবে অন্য কোনভাবে যদি মৃত্যু হয়ে থাকে সেটা তদন্তের মাধ্যমে জানা যাবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT