3:29 pm , June 23, 2023
পিআইডি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরসমূহের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কার্যক্রমের অগ্রগতি ও পর্যালোচনা সভা আজ বাংলাদেশ বেতার বরিশালের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব ও এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় আঞ্চলিক তথ্য অফিস বরিশালের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, বাংলাদেশ বেতার বরিশালের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক, তথ্য অধিদফতর ঢাকার উপপ্রধান তথ্য অফিসার এ এইচ এম মাসুম বিল্লাহ, বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক মোঃ রিয়াদুল ইসলামসহ ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা তথ্য অফিসের প্রধানরা উপস্থিত ছিলেন। এর আগে এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানসহ অন্যান্য প্রতিনিধিরা আঞ্চলিক তথ্য অফিস ও জেলা তথ্য অফিসের এপিএ কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে এপিএ টিম কাজের সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ নির্দেশনা দেন।