নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকার, ৫৩ জেলে আটক নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকার, ৫৩ জেলে আটক - ajkerparibartan.com
নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকার, ৫৩ জেলে আটক

3:27 pm , June 23, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকার করতে যাওয়া ৫৩ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এছাড়াও সাতটি মাছ ধরা ট্রলার আটক করে জরিমানা করা হয়েছে। উদ্ধার করা মাছ ও জাল নিলামে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল। বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্দারমানিক নদীর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন তিনি।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে মিডিয়া কর্মকর্তা জানান, সমুদ্রে অভয়য়াশ্রম রক্ষায় মাছ শিকার নিষিদ্ধ রয়েছে। অভয়াশ্রম রক্ষায় গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে আটটায় আন্দারমানিক নদীর মোহনায় অভিযান করে নিজামপুর ষ্টেশনের একটি দল। এ সময় সমুদ্র থেকে মাছ শিকার করে ফেরা সাতটি মাছ ধরা ট্রলার ও ৫৩ জন জেলেকে আটক করা হয়। উদ্ধার করা হয় ২৫ লাখ মিটার সুতার জাল ও বিভিন্ন প্রজাতির ৮০০ কেজি মাছ। পরে আইনগত ব্যবস্থা নিতে উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
কলাপাড়া উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. আশিকুর রহমান বলেন, আটক ট্রলারের মধ্যে পাঁচটিতে মাছ ও জাল পাওয়া গেছে। দুইটিতে কিছুই ছিলো না। পাঁচটি ট্রলার থেকে উদ্ধার করা ইলিশ, পোয়া, লইট্যা, চিংড়ি, কোরাল ও তুলার দাড়ি মাছ নিলামে ৪৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
মেরিন ফিশারিজ আইন অনুযায়ী নিলামের সমপরিমান অর্থ পাঁচ ট্রলার মালিককে করা হয়েছে। জরিমানা করেছেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।
জরিমানা দেয়ার পর আটক জেলেরা ভবিষ্যতে আইন অমান্য করবে না এমন মুচলেকা দিয়েছে। পরে ট্রলার, জেলে ও জাল ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন আশিকুর রহমান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT