3:59 pm , June 22, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ উজিরপুরে দেয়াল ধ্বসে পড়ে সামির তালুকদার (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত সামির তালুকদার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কাজিরা গ্রামের মালেক তালুকদারের ছেলে। স্থানীয়রা জানান, বৃহষ্পতিবার দুপুর দেড়টার দিকে চড়ুইভাতি’র জন্য লাকড়ি সংগ্রহ করতে নামে সামির। ওইসময় কাজিরা গ্রামের আনন্দ বাজার সংলগ্ন মাসুম মোল্লার নির্মাণাধীন সীমানা প্রাচীর (দেয়াল) এর উপর গাছের শুকনো ডাল সংগ্রহ করতে যায় সামির। কিছুক্ষনের মধ্যে দেয়াল ধ্বসে গুরুত্বর আহত হয় সামির। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেসেখানে কর্তব্যরত চিকিৎসক কে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, স্থানীয় মাদ্রাসার দ্বিতী শেনীর ছাত্র সামির সহপাঠীদের নিয়ে চড়ুইভাতি’র আয়োজন করেছিল। খাবার রান্না করার জন্য লাকরি সংগ্রহ করতে গিয়ে দেয়াল ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উজিরপুর মডেল থানার এসআই খায়রুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।