3:58 pm , June 22, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ আলভী হত্যার বিচার ও সড়কের ঘাতকদের কঠোর শাস্তি দেয়ার দাবি জানিয়ে বাসচাপায় নিহত তাজিম আহম্মেদ আলভী হত্যার প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহষ্পতিবার নগরীর সদররোডে সরকারি বরিশাল কলেজ শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থী জান্নাতুল নিপু, রাইদুল ইসলাম সাকিব, সাজ্জাদ হোসেন ও জান্নাতুল ফেরদৌস জেবা। এসময় বক্তারা বলেন, গত ১৮ জুন গৌরনদী থেকে ফেরার পথে আমাদের সহপাঠী, বন্ধু, বরিশাল কলেজের শিক্ষার্থী তাজিম আহম্মেদ আলভীকে “ডলফিন” নামের বাস পিছন ধাক্কা দেয় এবং আমাদের সহপাঠী বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। আমরা মনে করি পিছন থেকে গাড়ি দিয়ে আঘাত করে তাজিমকে হত্যা করা হয়েছে। তাজিমের হত্যাকারিদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। মানববন্ধন কর্মসূচিতে সাধারন শিক্ষার্থীদের পক্ষ থেকে তাজিম কে ধাক্কা দেওয়া ডলফিন পরিবহনের বাস চালকের শাস্তি ও ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি করা হয় ।