তারুণ্যের সমাবেশ সফল করতে শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ সফল করতে শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত - ajkerparibartan.com
তারুণ্যের সমাবেশ সফল করতে শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

3:56 pm , June 22, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আগামী ২৪ জুন বঙ্গবন্ধু উদ্যান (বেলর্স পার্ক) ময়দানে বরিশাল বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে জেলা শ্রমিকদলের আয়োজনে প্রস্তুতি সভা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিএনপি দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা প্রতিষ্ঠাতাকালীন শ্রমিক দল সভাপতি আব্দুল হক ফরাজীর সভাপতিত্বে ও বরিশাল জেলা শ্রমিকদল সাধারন সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় (বিএনপি) সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন। প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন। এ সময় আরো বক্তব্য বরিশাল বিভাগীয় সহ-সভাপতি এমজি ফারুক, সাবেক ছাত্রদল সাধারন সম্পাদক রিয়াজ হাসান, বরিশাল সদর শ্রমিকদল সভাপতি রফিকুল ইসলাম আকন, সাবেক শ্রমিকদল যুগ্ম সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু প্রমুখ। এখানে প্রস্তুতি সভা সফল করার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বরিশাল জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শ্রমিকদল নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT