ঈদ উল আযহা উপলক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় ঈদ উল আযহা উপলক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় - ajkerparibartan.com
ঈদ উল আযহা উপলক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময়

3:54 pm , June 22, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ঈদ উল আযহা উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা করেছেন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, বিপিএম (বার)। বেলা ১১ টায় মহানগর পুলিশের সদর দপ্তর সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, ঈদ উল আযহা’কে টার্গেট করে  অপরাধী ও অসাধু চক্র যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী  বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে যার যার অবস্থান থেকে সচেতন থাকতে হবে। ব্যাংক ও বীমাসহ সকল আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি  বলেন, সকল আর্থিক প্রতিষ্ঠানের অভ্যন্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। ব্যাংকের অভ্যন্তরে ও এন্ট্রি-এক্সিট পয়েন্ট সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। এক স্থান থেকে অন্য স্থানে কারেন্সি পরিবহনের সময় পুলিশের সহযোগিতা নিতে হবে। বিশেষ করে মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে বিকাশ, রকেট, ইউক্যাশ ও নগদ সহ সকল এজেন্টদেরকে লেনদেন করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে বিধি মোতাবেক লেনদেন করতে হবে। যেকোনো অসংগতি পরিলক্ষিত হলে সাথে সাথে থানা পুলিশ কে অবহিত করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স ও ক্রাইম এন্ড অপারেশন)  আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (ডিবি)  মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি)  মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই এন্ড লজিস্টিকস)  মোঃ আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)  এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার উত্তর  বি এম আশরাফ উল্যাহ তাহের।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT