মুলাদীতে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ১৫ নেতাকর্মী আহত মুলাদীতে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ১৫ নেতাকর্মী আহত - ajkerparibartan.com
মুলাদীতে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ১৫ নেতাকর্মী আহত

3:53 pm , June 22, 2023

জেলার সাংগঠনিক টিম হিজলায় যাওয়ার পথে

নিজস্ব প্রতিবেদক ॥ হিজলায় যাওয়ার পথে মুলাদী উপজেলায় ছাত্রলীগের হামলার শিকার হয়েছে বরিশাল জেলা ছাত্রদলের একটি সাংগঠনিক টিম। হিজলা ও মুলাদী উপজেলার সংযোাগ সেতুর ঢালে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ হামলা চালানো হয়। হামলায় আহত ১৫জন ছাত্রদল নেতাকর্মীকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা জানান, মুলাদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েলের নেতৃত্বে ১৫-২০টি মোটরসাইকেলে এসে ছাত্রদলীগ হামলা করেছে। ছাত্রদলের সাংগঠনিক টিম প্রধান জেলার সহ সভাপতি মনিরুল ইসলাম খান রেজা জানান, কাল শনিবার বরিশালে বিএনপির তারুন্যের সমাবেশ হবে। এ উপলক্ষে ছাত্রদলের প্রস্তুতি সভা করতে তারা হিজলা উপজেলায় যাচ্ছিলেন। মুলাদী-হিজলা সংযোগ সেতুর হিজলা প্রান্তে আগে থেকে অপেক্ষা করছিলেন হিজলার ছাত্রদল নেতার্মীরা। সেতু পাড় হয়ে হিজলা প্রান্তে পৌছার পর পরই ছাত্রলীগ নেতা জুবায়েরের নেতৃত্বে হামলা চালানো হয়। প্রথমে ছাত্রদল নেতাকর্মীরা প্রতিহতের চেষ্টা করেছিলেন। ছাত্রলীগের সংঘবদ্ধ হামলার মুখে বেধরক মারধরের শিকার হন ছাত্রদল নেতাকর্মীরা।
হামলায় গুরুতর আহত সাংগঠনিক টিম প্রধান মনিরুল ইসলাম খান রেজা, জেলা সহ সভাপতি মনিরুজ্জামান রক্তি, হিজলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাইনুল হাসান স¤্রাট, যুগ্ন আহ্বায়ক ইয়ামিন হাসান, সাইদুর রহমান মোহন, হিজলা সরকারি কলেজ শাখার সভাপতি কাজী সাইদুল, হাসান খান, হিজলা উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আমিন মারুফ ও মো. রিয়াদসহ ১৫ জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হামলার বিষয়ে মুলাদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল বলেন, ছাত্রদল নেতাকর্মীরা সরকারবিরোধী শ্লোগান দিয়ে মুলাদী শহরের ওপর দিয়ে হিজলায় যাচ্ছিল। এনিয়ে সেতুর ঢালে ছাত্রলীগের সঙ্গে কিছুটা ঝামেলা হয়েছে। সেটা বড় কিছু নয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে দাবী করেছেন জুবায়ের।
এ বিষয়ে জানতে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলে তিনি সংযোগ কেটে দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT