এ অঞ্চলের গ্যাস এ অঞ্চলেই থাকবে -জাহিদ ফারুক এ অঞ্চলের গ্যাস এ অঞ্চলেই থাকবে -জাহিদ ফারুক - ajkerparibartan.com
এ অঞ্চলের গ্যাস এ অঞ্চলেই থাকবে -জাহিদ ফারুক

3:49 pm , June 22, 2023

খবর বিজ্ঞপ্তির ॥ বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে চ্যানেল আইতে প্রতিদিন প্রচারিত তৃতীয় মাত্রা। রোববার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বরিশাল অঞ্চলের ব্যবসায়ীক অবস্থা, আঞ্চলিক অর্থনীতি, বেসরকারী খাত, ক্ষুদ্র ও মাঝারী শিল্প, নারী অধিকার, তরুনদের উন্নয়ন ও রাজনীতিসহ নানা বিষয়ে আলোচনা করা হয়েছে। অনুষ্ঠানের আলোচক হিসেবে ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি, বিএনপির মিডিয়া সেলের প্রধান জহিরউদ্দিন স্বপন, বরিশাল জেলা বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। এছাড়াও, খুলনা জেলার এসএমই উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের পেশাজীবী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় ভোলার গ্যাস বরিশালে না দিয়ে অন্য জেলায় দেয়ার অভিযোগের বিষয়ে বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অব) জাহিদ ফারুক বলেন, প্রধানমন্ত্রী কথা দিয়েছেন এ অঞ্চলের গ্যাস এ অঞ্চলের উন্নয়নেই ব্যবহার করা হবে। সে অনুযায়ী কাজ চলছে। বরিশালে কর্মসংস্থান নিশ্চিতে তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে চাকরি হবেনা, নিজেকে যোগ্য করে তুলতে হবে। এছাড়াও, তিনি পদ্মাসেতুর ফলে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার উন্নয়ন, বিদ্যুতের উন্নয়ন ও ব্যবসায়িক খাতে অগ্রগতির বিষয়টি তুলে ধরেন। বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন বলেন, বিদ্যুৎ উৎপাদনের যে অবকাঠামো তৈরি করা হয়েছে তার অর্ধেকও আমরা ব্যবহার করতে পারছিনা। জনগনের ট্যাক্সের টাকা খরচ করে কেন এত অপচয়? তিনি অভিযোগ করে বলেন, সরকারের লোক দেখানো উন্নয়ন শুধুমাত্র কিছু লোকের উন্নয়নের জন্য হয়েছে, জনগনের জন্য নয়। বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ড. মনীষা চক্রবর্তী বলেন, বরিশালের উন্নয়নের জন্য সঠিক পরিকল্পনার অভাব রয়েছে। উদাহারন তুলে ধরে তিনি জানান, কয়লা বা জ্বালানির অভাবে বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে, অথচ ভোলায় গ্যাস উদ্বৃত থেকে যাচ্ছে।  বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, বরিশালে দক্ষ কারিগর ও কর্মীর অভাব এটি আমরা স্বীকার করি। তবে ধীরে ধীরে প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছে এবং সামনে আরও বাড়বে। নিয়মিত উপস্থাপক জিল্লুর রহমান অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT