4:43 pm , June 21, 2023
বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বকেয়া বিদ্যুত বিলের কারনে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা সাব-রেজিষ্টার অফিসের সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুত সমিতি। বুধবার সকালে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) গোবিন্দ চন্দ্র সাহা জানিয়েছেন। তিনি বলেন, বাকেরগঞ্জ উপজেলা সাব-রেজিষ্টার অফিসের কাছে ৭৫ হাজার টাকা বিদ্যুত বিল বকেয়া রয়েছে। টাকা পরিশোধ না করায় সকালে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তবে সাব-রেজিষ্টার মো. হারুন আল ইসা বলেন, সমস্যার সমাধান হয়েছে।
এ বিষয়ে ডিজিএম গোবিন্দ চন্দ্র সাহা বলেন, তারা বাজেট নেই জানিয়ে চিঠি দিয়েছি। বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা চলছে।
পূনরায় সংযোগ দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনও সিদ্বান্ত নেয়া হয়নি।
বিদ্যুত সংযোগ না থাকায় সকাল থেকে দীর্ঘ সময় কাজকর্ম বন্ধ ছিলো বলে জানিয়ে সাব রেজিষ্টার অফিসের মোহরার মো. জসিমউদ্দিন বলেন, বিদ্যুত না থাকলে কম্পিউটারে কিভাবে কাজ করবো।
তিনি বলেন, সংযোগ বিচ্ছিন্নের পূর্বে তো নোটিশ দেয়া উচিত ছিলো।
দলিল লেখক মো. জাহাঙ্গীর বলেন, বিদ্যুত বিলের টাকা না দেয়ায় লাইন কেটে দিয়েছিলো। এখন আবার লাইন দেয়া হয়েছেন।##