4:43 pm , June 21, 2023
বিশেষ প্রতিবেদক ॥ গতকালের প্রাণহীনতা ও কবি সাহিত্যিকদের অভিমান দূর হবে আজ। কাছাকাছি যারা আছেন চলে আসুন।’ বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক ও গল্পকার মনদীপ ঘরাই এর এ আহ্বান সত্যি বাস্তবতার আলো পেল বুধবার সমাপনী অনুষ্ঠানে। বিভাগীয় সাহিত্যমেলা বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনের দ্বিতীয় দিনের সকালের শুরুটাই বেশ জমজমাট চোখে পড়ে। কবি অপূর্ব গৌতম এর সঞ্চালনায় মঞ্চে আসন নিয়েছেন শব্দসৈনিক সাহিত্যিক ও সাংবাদিক অরূপ তালুকদার, কবি গবেষক আসমা চৌধুরী, ছড়াকার তপংকর চক্রবর্তী, প্রফেসর ড. আনোয়ারা বেগম, শিল্পকলা একাডেমির দায়িত্বরত জেলা কালচারাল অফিসার হাসানুর রশিদ মাকসুদ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি নজমুল হোসেন আকাশসহ অনেকে।
দুভাগে বিভক্ত আড্ডার শিরোনাম করা হয়েছে কবিকণ্ঠে, ছড়া ও গীতিকবিতা পাঠ। এ অংশের সভাপতি কবি আসমা চৌধুরী। দ্বিতীয় অংশের শিরোনাম ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণকাহিনী ও নাটকের অংশবিশেষ পাঠ। এ পর্বের সভাপতি প্রগতি লেখক সংঘ বরিশালের সভাপতি অপূর্ব গৌতম।
মনদীপ ঘরাই জানালেন, দুপুর পর্যন্ত আজ শুধু কবিতা আড্ডা। দুপুরের পর গল্প, নাটক ইত্যাদি নিয়েও আড্ডা হবে। আজ আমরা একটি পরিবার হয়ে এই আড্ডা দেব। তাই প্রশাসনের কাউকেই নিমন্ত্রণ করা হয়নি শেষদিনের শেষ আয়োজনে।
কথা ও কাজে চমৎকার মিল দেখালেন মনদীপ ঘরাই। অতিথিদের নাস্তার আয়োজন শেষে সকাল দশটায় কবিতা পাঠের আসরে নিজেদের কবিতা পাঠ করেন বরিশালের কবি ও লেখক নজমুল হোসেন আকাশ, পটুয়াখালীর নিহার বিন্দু বিশ্বাস, ভোলার এমএ মান্নান,
পিরোজপুরের মোস্তফা কামাল, আকরামুল ইসলাম, বরিশালের মিন্টু কর, অমিতা রায়, সৈয়দ মেহেদী হাসান, শোভন কর্মকার, বানারীপাড়ার মোয়াজ্জেম হোসেন মানিক, অধ্যাপক দেবাশীষ হালদারসহ ৫০/৬০ জন কবি তাদের প্রিয় কবিতা পাঠ করেন। এই কবিতা পড়তে না পারায় গতদিন মনকষ্ট নিয়ে ফিরে গেছেন অনেকেই।
দুপুরের খাবারের জন্য একঘণ্টা বিরতি শেষে আবারও কবিতা আড্ডা চলছে টানা চারটা পর্যন্ত। এরপরই ছিলো ব্যতিক্রম আর ভিন্নতার স্বাদ। সঞ্চালক এডিসি মনদীপ ঘরাইয়ের শৈল্পিক নৈপুণ্যে প্রাণবন্ত এক লেখালেখি বিষয়ক আড্ডার আয়োজন। লেখক হতে নিজেদের চেষ্টার কথা তুলে ধরেন বরিশালের শব্দসৈনিক সাংবাদিক ও সাহিত্যিক অরূপ তালুকদার, ছড়াকার অধ্যাপক তপংকর চক্রবর্তী, কবি ও গবেষক আসমা চৌধুরী, গবেষক ও নাট্যকার দেবাশীষ চক্রবর্তী, কবি অপূর্ব গৌতম এবং সাংবাদিক ও সাহিত্যিক আরিফ আহমেদ। মনদীপ ঘরাই নিজেও একজন চমৎকার গল্পকার হবার সুবাদে কথার ভিতরের কথা খুঁজে নিয়ে গতিময় করে তোলেন শেষমুহূর্তের এই আড্ডাটি। ফলে অল্পসংখ্যক সাহিত্য প্রেমীদের উপস্থিতিতেও জমে ওঠে বিভাগীয় সাহিত্যমেলা। গত ২০ জুন মঙ্গলবার দুদিনের এই মেলার উদ্বোধন করেছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক ও জাতিসত্বার কবি মুহম্মদ নুরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।