4:42 pm , June 21, 2023
আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়ায় বখাটের উত্ত্যক্তের কারনে এক দরিদ্র স্কুলছাত্রী পরীক্ষা দিতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে। উল্টো ওই বখাটের পরিবার থানায় স্থানীয়দের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে । অভিযুক্ত বখাটে তার বিরুদ্ধে করা স্কুলছাত্রীর অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের চেংগুটিয়া গ্রামের মেয়ে ও রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছে একই এলাকার সোহেল রশিদের ছেলে সালমান রশিদসহ ৩ বখাটে। তাকে একাধিকবার নিষেধ করা হলেও প্রভাবশালী হাওয়ার কারনে কারো কথা কর্ণপাত করেনি সালমান রশিদ। মঙ্গলবার রাতে সালমাম স্কুলছাত্রীর হাত ধরলে সে ডাকচিৎকার দেয়। স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করে বখাটে সালমান রশিদকে ধরে মারধর করে। এসময় তার সহযোগী দুইজন পালিয়ে যায়। এ ঘটনার পর বখাটেদের আতঙ্কে ওই ছাত্রী গত বুধবার ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা দিতে রাংতা মাধ্যমিক বিদ্যালয়ে যেতে পারেনি।
বখাটের পরিবার প্রভাবশালী হওয়া মঙ্গলবার রাতে স্থানীয় হাবিব হাওলাদার, মিনহাজ হাওলাদারসহ সাতজনের বিরুদ্ধে থানায় মারধর ও স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে অভিযুক্ত সালমান রশিদ বলেন, ওরা পূর্ব শত্রুতার জের ধরে আমাকে মারধর করেছে। ওখানে মেয়ের বিষয়ে কোন ঘটনা ঘটেনি। বুধবার সকালে এসআই আবু সালেহ ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন। এ ব্যাপারে রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী পরীক্ষ দিতে আসতে পারেনি বলে তার পরিবার থেকে কেউ আমাদের জানায়নি। জানালে আমরা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিতাম। এ ব্যাপারে এসআই আবু সালেহ বলেন, সালমানকে মারধর করা হয়েছে। এ ঘটনায় তার মা বাদী হয়ে থানায় অভিযোগ করায় তদন্তে গিয়েছিলাম। উত্ত্যক্তের ঘটনায় স্কুলছাত্রীর পরিবার থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।