বরগুনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনে হামলায় সাংবাদিক সহ আহত ৫ বরগুনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনে হামলায় সাংবাদিক সহ আহত ৫ - ajkerparibartan.com
বরগুনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনে হামলায় সাংবাদিক সহ আহত ৫

4:41 pm , June 21, 2023

বরগুনা প্রতিবেদক ॥ বরগুনার পাথরঘাটা উপজেলায় স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় মানববন্ধনকারীদের মারধরও করা হয়। এতে সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার রূপধন বন্দর আমিরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত হয়েছেন সাংবাদিক আশরাফুল ইসলাম শাকিল (২৮), শিক্ষার্থীদের অভিভাবক আব্দুর রাজ্জাক (৪২), মো. সোহাগ( ৪০), মোস্তফা আকন (৫৫) ও মো. নিক্সন পহলান (৪৪)। এদের মধে চার জনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কাকচিড়া ইউনিয়নের রূপধন বন্দর আমিরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির (মধু) এর বিরুদ্ধে দুর্নীতিসহ নানা ধরনের অনিয়ম ও নারী কেলেঙ্কারির অভিযোগে মানববন্ধনের আয়োজন করে স্কুল শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা। মানববন্ধন চলাকালে স্থানীয় শাহিন, শামিম, বাপ্পি, ইদ্রিস ও কালমেঘা ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মনির খতিব হামলা চালিয়ে ব্যানার ছিঁড়ে নিয়ে অভিভাবকদের মারধর করে। এ সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যায়যায়দিনের প্রতিনিধি নজমুল হক সেলিমের মোবাইল ছিনিয়ে নিয়ে ফেলে দেয় এবং দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি আশরাফুল ইসলাম শাকিলের উপর হামলা করে। এদিকে ঘটনার পর পরই পাথরঘাটা প্রেসক্লাবে জরুরি সভা ডেকে সাংবাদিকদের শারীরিক ভাবে লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রূপধন বন্দর আমিরীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি,নারী কেলেঙ্কারির ও অভিভাবকদের সাথে খারাপ আচরন সহ তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এ ঘটনায় মানববন্ধন করতে গেলে তাদের উপরে হামলার করে প্রধান শিক্ষকের অনুসারীরা। যা খুবই নিন্দনীয়।
প্রধান শিক্ষকের দূর্নীতির বিষয়ে জানতে চাইলে কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন পল্টু বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন কিছু নয়। মোট কথা সে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িত।
পাথরঘাটা থানার ওসি শাহ আলম হাওলাদার জানান, বিষয়টি আমি অবগত হয়েছি। অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT