4:38 pm , June 21, 2023
খবর বিজ্ঞপ্তির ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কর্মকান্ড বিঘিœত করার চেষ্টা হচ্ছে বলে দাবি করেছে অফিসার্স এসোসিয়েশন। এক বিবৃতিতে তারা দাবি করেছে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম শুরু হয়। কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও একাডেমিক, গবেষণা, সহশিক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে গৌরবময় স্বাক্ষর রাখতে শুরু করেছে।
তাদের দাবি সুষ্ঠু ধারায় চলমান প্রক্রিয়ার মধ্যে কতিপয় বিশেষ মহল বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কর্মপরিবেশ বিনষ্ট করতে চায়। পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে আগুন দেওয়া, শিক্ষার্থীদের উত্তেজিত করার মতো বিভিন্ন রকম সংবাদ পরিবেশনে ভূমিকা রাখা, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মিথ্যা অপবাদ দেওয়ার মাধ্যমে স্বাভাবিক কর্মকা- বিঘিœত করার চেষ্টা চলছে। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের সকল স্তরে কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দকে আহ্বান জানাচ্ছে যে যাতে কোনো মহল বিশ্ববিদ্যালয় কর্ম পরিবেশ,একাডেমিক কর্মকা- ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করতে না পারে সে ব্যাপারে সকলে সচেতন থাকবেন। শিক্ষক সমিতি সাম্প্রতিক সময়ে ঘটনা সমূহের সাথে জড়িতদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখার আহবান জানাচ্ছে। ইতোমধ্যে মহলটি গত ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক প্রধান উপাচার্যকে তাঁর নিজ অফিসে অপমান করার মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোনো ব্যক্তি নন বরং একটি প্রাতিষ্ঠানিক পরিচয়। ফলে এ ঘটনা যেমন নিন্দনীয়, তেমনি শিক্ষক সুলভ আচরণের সাথে অসঙ্গতিপূর্ণ। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছে। সর্বোপরি শিক্ষক সমিতি সমন্বিতভাবে শিক্ষার্থীবান্ধব, শিক্ষকবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে তথা সুষ্ঠু ক্যাম্পাসের সুনাম অক্ষুন্ন রাখতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।