4:38 pm , June 21, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ আজ বৃহস্পতিবার থেকে নগরীতে শুরু হচ্ছে নগরীতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পন্য বিক্রি কার্যক্রম। এ দিন নগরীর ১ থেকে ১৫ নং ওয়াডে’র টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা পন্য কিনতে পারবেন। পরের দিন শুক্রবার নগরীর ১৬ থেকে ৩০ নং ওয়ার্ডে পাওয়া যাবে টিসিবির পন্য। গত ২ দিন আগে টিসিবির বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শতদল মন্ডল বিষয়টি নিশ্চিত করেন। গতকাল বিষয়টি অবহিত করে নগরীতে মাইকিংও করা হয়। শতদল মন্ডল বলেন, বুধবার ১ থেকে ১৫ নং ওয়াডে’র পন্য দেওয়া হয়েছে। তারা আজ পন্য বিক্রি শুরু করবে। বৃহস্পতিবার ১৬ থেকে ৩০ নং ওয়াডে’র পন্য দেওয়া হবে। তারা শুক্রবার পন্য বিক্রি শুরু করবে। গত মাসের মত এবারও পন্য তালিকায় থাকছে না চিনি। সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমে ১০০ টাকা নির্ধারন করা হয়েছে। এছাড়া মশুর ডালের দাম অপরিবর্তিত রয়েছে।