বরিশাল সেক্টরে বিমান ভাড়া ২ হাজার ১৯৯ টাকা বরিশাল সেক্টরে বিমান ভাড়া ২ হাজার ১৯৯ টাকা - ajkerparibartan.com
বরিশাল সেক্টরে বিমান ভাড়া ২ হাজার ১৯৯ টাকা

4:28 pm , June 21, 2023

বিশেষ প্রতিবেদক ॥ আসন্ন ঈদ উল আজহার আগে-পরে বরিশাল সেক্টরে জাতীয় পতাকাবাহী বিমান যাত্রী ভাড়া ২ হাজার ৭৯৯ টাকা থেকে ২ হাজার ১৯৯ টাকায় হ্রাস করেছে। যা আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে। তবে আসন্ন ঈদের আগে-পরে দেশের স্বল্পতম দুরত্বের বরিশাল সেক্টরে নিয়মিত ফ্লাইট চালু করতে পারছে না বিমান। এমনকি আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে নিয়মিত বিশেষ ফ্লাইট প্রদানের বিষয়েও কোন সিদ্ধান্ত দেয়নি রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থাটি। তবে আগামী ২২ জুন থেকে থেকে ২৯ জুন পর্যন্ত বরিশালÑঢাকা রুটে এবং ঈদের পরে ৩০ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত ঢাকাÑবরিশাল রুটে যাত্রীরা ২ হাজার ১৯৯ টাকায় ভ্রমনের সুযোগ পাবেন বলে বিমান-এর দায়িত্বশীল সূত্রে বলা হয়েছে। তবে দুরত্ব হিসেবে বিমান সহ সবগুলো বেসরকারী এয়ারলাইন্স বরিশাল সেক্টরেই সর্বাধিক ভাড়া আদায় করে আসছে। এমনকি স্বল্প দুরত্বের বরিশাল সেক্টরে বিমান-এর ভাড়া এখনো দেশের সর্বাধিক দুরত্বের সৈয়দপুর সহ যেকোন অভ্যন্তরীন সেক্টরের চেয়ে তুলনায় অনেক বেশী। অপরদিকে গত বছর পদ্মা সেতু চালু হবার পড়ে নানা খোড়া যুক্তিতে বরিশাল সেক্টরের নিয়মিত ফ্লাইট সপ্তাহে ৩ দিনে হ্রাস করার পরে তা আর পূণর্বহাল করা হয়নি। অথচ খোদ প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশেই ২০২১-এর ২৬ মার্চ স্বাধীনতার সূবর্ণ জয়ন্তিতে বরিশাল সেক্টরে নিয়মিত ফ্লাইট চালু করা হয়েছিল। বিগত শীতকালীন সময়সূচীতে এ সেক্টরে সপ্তাহে ৬দিন ফ্লাইট চলাচলের শিডিউল দেয়া হলেও পরে তা বাতিল করা হয়। এমনকি চলতি গ্রীষ্মকালীন সময়সূচীতেও বরিশাল সেক্টরে শণিবারের বাড়তি ফ্লাইট-এর তফসিল ঘোষনা করা হলেও পরে তাও প্রত্যাহার করে ৩ দিনেই সীমাবদ্ধ রাখা হয়েছে। ফলে এ সেক্টরে সরকারী এয়রলাইন্সে ভ্রমনে যাত্রীদের ভ্রমনের আগ্রহ বাড়ছে না। এভিয়েশন পর্যবেক্ষকদের মতে, বরিশাল সেক্টরে সপ্তাহে ৩টি ফ্লাইট থাকায় রাষ্ট্রীয় বিমান-এ ভ্রমনে যাত্রীদের নুন্যতম কোন আগ্রহ নেই। কারণ, ‘কেউই বিমান-এ ভ্রমনের জন্য ঢাকায় যাবার কথা নয়, ঢাকায় যাবার জন্যই বিমান’কে ব্যবহার করার কথা’। ‘পাশাপশি প্রতিদিন বেসরকারী এয়ারলাইন্স বরিশাল সেক্টরে নিয়মিত চলাচল করায় সেখানে ভ্রমনেই যাত্রীদের আগ্রহ বেশী’। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ২০২১-এর ২৬ মার্চ সকালে বরিশালের আকাশে নিয়মিত ফ্লাইট নিয়ে আবার ডানা মেলে জাতীয় পতাকাবাহী বিমান। প্রধানমন্ত্রীর দপ্তরের সরাসরি নির্দেশে বরিশাল সেক্টরে ঐ ফ্লাইট চালু করা হলেও পদ্মা সেতু চালুর অজুহাত তুলে গত ৫ আগষ্ট থেকে বরিশাল সেক্টরে বিমান-এর নিয়মিত ফ্লাইট সপ্তাহে ৩ দিনে হ্রাস করা হয়। তবে এজন্য প্রধানমন্ত্রীর দপ্তর বা মন্ত্রনালয়ের অনুমোদন দুরের কথা অবহিত পর্যন্ত করেননি বিমান-এর তৎকালীন ব্যবস্থাপানা পরিচালক। অথচ গতবছর বরিশাল সেক্টরে বিমান ফ্লাইট প্রতি ৭০%-এরও বেশী যাত্রী বহন করলেও কর্তৃপক্ষ বানিজ্যিক দৃষ্টিভঙ্গি নিয়ে এ সেক্টরে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে না বলেও অভিযোগ সাধারন যাত্রীদের।
তবে বিমান-এর ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম, ‘বরিশাল সেক্টর নিয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহনের চেষ্টার’ কথা জানিয়েছেন একাধিকবার। ‘বিদ্যমান কিছু সংকট কাটিয়ে উঠতে পারলে এ সেক্টরে যাত্রী চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে সম্ভব সব কিছু করার কথাও জানিয়েছিলেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT