4:36 pm , June 20, 2023
স্বরূপকাঠি প্রতিবেদক ॥ স্বরূপকাঠির সেহাঙ্গল গ্রাম থেকে ২৮ মে সকালে ইসরাত কচি নামে এক গৃহবধূ হারিয়ে গেছে। তার পিতা নাম আব্দুর মজিদ খান। বয়স ৩৩ বছর ৬ মাস । লম্বায় ৫ ফুট, মাঝারি গড়নের, গায়ের রং শ্যামলা। পরনে সবুজ রংয়ের সেলাওয়ার-কামিজ ও লাল রংয়ের ওড়না রয়েছে। তার স্বামী ও একটি ৮ বছরের ছেলে রয়েছে। সে মানসিক রোগী। নেছারাবাদ থানায় সাধারন ডায়রী করা হয়েছে। তার সন্ধান পেলে ০১৭১২৯৪০৭২৬ নম্বর ফোনে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।