4:36 pm , June 20, 2023
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ॥ সংরক্ষিত মহিলা আসন-৪৮ এর সংসদ সদস্য লুৎফুন নেসা খান বলেছেন, বর্তমান সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন। তারই ধারাবাহিকতায় বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা, সুগন্ধা নদীর উপর ব্রিজ নির্মাণ এখন সময়ের দাবি। ইতিমধ্যেই সন্ধ্যা ও সুগন্ধা নদীর উপর ব্রিজ নির্মাণ সমীক্ষা প্রকল্প (দ্বিতীয় পর্যায়) জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটির সভায় অনুমোদন দিয়েছেন। এসময় তিনি দুইটি ব্রিজ নির্মাণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি চারা রোপন করেছি এটার গাছ আমি দেখতে চাই। আমি আগামীতে এমপি না থাকলেও আল্লাহপাক বাঁচিয়ে রাখলে সন্ধ্যা ও সুগন্ধা নদীতে ব্রিজ নির্মাণ হবেই। মঙ্গলবার সকাল ১০ টায় বাবুগঞ্জ উপজেলা অডিটরিয়ামে কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ সব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি)সুব্রত বিশ্বাসের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কাস পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, আওয়ামী লীগের সাধারন সম্পাদক আক্তারুজ্জামান মিলন, ওসি তুষার কুমার মন্ডল, শহীদ মিনার বাস্তবায়ন কমিটির সভাপতি শাহিন হোসেন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কাস পার্টির সদস্য মোজাম্মেল হক, উপজেলা ওয়ার্কাস পার্টির সাধারন সম্পাদক মোঃ শাহিন হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, হাসানুর রহমান পান্নু। সুধী সমাবেশের শেষে লুৎফুন নেসা খান এমপি অসহায় ২৬ জন গরীব মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের ১লক্ষ ৪০হাজার টাকা বিতরণ করেন।