ক্রাবের সহ-সভাপতি মাসুম মিজানের পিতার দাফন সম্পন্ন ক্রাবের সহ-সভাপতি মাসুম মিজানের পিতার দাফন সম্পন্ন - ajkerparibartan.com
ক্রাবের সহ-সভাপতি মাসুম মিজানের পিতার দাফন সম্পন্ন

4:30 pm , June 20, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ ক্রাইম রিপোটার্স এসোসিয়েশন (ক্রাব)’র সহ-সভাপতি ও ব্যাংক কর্মকর্তা মাসুম মিজানের পিতা মো. মতিউর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বাদ জোহর আঞ্জুমানে হেমায়েত ইসলাম ঈদগাহ মাঠে ২য় নামাজের জানাজা শেষে তাকে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ, ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্না, মরহুমের আত্মীয়-স্বজনসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
উল্লেখ্য, তিনি সোমবার সন্ধ্যা ৬টায় রাজধানীর সমরিতা হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি বেশকিছু দিন ধরে সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা রাত ১১টায় ঢাকার মোহাম্মদ পুরের বছিলা স্বপ্নধরা হউজিং সেন্টারের সামনে অনুষ্ঠিত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT