4:29 pm , June 20, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে পদায়নের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে ৭ জন কর্মকর্তাকে বরিশাল বিভাগে ন্যাস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে ১৪ ও ১৯ জুন জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই কর্মকর্তাদের বরিশাল বিভাগীয় কমিশনারের অধীনে ন্যাস্ত করা হয়। ১৪ জুন জারি হওয়া প্রজ্ঞাপনের দুই কর্মকর্তাকে ২১ জুনের (আজ) মধ্যে এবং ১৯ জুন জারি হওয়া প্রজ্ঞাপনের ৫ কর্মকর্তাকে ২৬ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে নির্দেশ প্রদান করা হয়েছে। অন্যথায় ওই দিন অপরাহ্ন থেকে তাৎক্ষনিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ বলে গন্য হবেন।
বরিশালে ন্যাস্ত করা কর্মকর্তারা হলেন : বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নিশাত তামান্না, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সাখাওয়াত জামিল সৈকত,খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ আল আমিন,রংপুর বিভাগীয় কমিশনারের একান্ত সচিব কাউছার আহমেদ,চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোঃ আরিফুর রহমান,বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার জিসান বিন মাজেদ এবং পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার বশির গাজী। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে পদায়নের পর বর্নিত কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসাবে দায়িত্ব পালনের ক্ষমতা অর্পন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপন দুটি জারি করা হয়।