বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাথরুম থেকে দেশীয় অস্ত্র উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাথরুম থেকে দেশীয় অস্ত্র উদ্ধার - ajkerparibartan.com
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাথরুম থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

4:28 pm , June 20, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু হলের ৫ম তলার একটি শৌচাগার থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার ভোর রাতে এসব অস্ত্র হল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়। হলের প্রভোস্ট আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ ঘটনার তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হলের আবাসিক শিক্ষার্থী আশিকুল ইসলাম জানান, ভোররাতে শৌচাগারে গেলে সেখানে হট্টগোল শুনতে পান। তখন অন্যান্য শিক্ষার্থীরা একটি বাথরুমের ওপরে কয়েকটি দা, কাঁচি, পাইপ ও স্ট্যাম্পসহ কিছু দেশীয় অস্ত্র দেখতে পান। এসব অস্ত্র দায়িত্বরত নৈশপ্রহরীর কাছে জমা দিয়ে হল প্রভোস্টকে অবহিত করা হয়।
প্রভোস্ট আরিফ হোসেন বলেন, বাথরুমের ছাদ থেকে কিছু অস্ত্র উদ্ধার করার কথা আমাকে মুঠোফোনে জানিয়েছে শিক্ষার্থীরা। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ৩ জুন বিশ্ববিদ্যালয়টির শেরে বাংলা হলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সেই ঘটনায় হলের আবাসিক তিন ছাত্রকে হল থেকে সাময়িক বহিষ্কার করে কর্তৃপক্ষ। বহিষ্কৃতরা হলেন- বাংলা বিভাগের তাহমিদ জামান নাভিদ, রসায়ন বিভাগের নাহিদ হাসান এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের এবিএম মুশফিকুর রহমান। তারা সকলেই বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তারা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT