4:27 pm , June 20, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু হল থেকে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় ব্যবস্থা গ্রহণ না করায় প্রভোস্টের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। ববি ক্যাম্পাসে মঙ্গলবার (২০ জুন) দুপুরে বিক্ষোভ সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা এই দাবি করেন। এর আগে শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করেন। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বঙ্গবন্ধু হল থেকে মঙ্গলবার ভোর রাতে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সকালের মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন হল প্রভোস্ট। কিন্তু দুপুর পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয় নি। তাই জড়িতের অবিলম্বে শাস্তির আওতায় আনার পাশাপাশি হল প্রভোস্টের পদত্যাগ দাবি করছি। চলতি মাসে ০৩ তারিখ শেরে বাংলা হলের বিভিন্ন কক্ষ থেকেও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছিলো। একাধিক ঘটনার পরও কার্যকরী কোন পদক্ষেপ না নেওয়ায় আমরা ঝুঁকিতে রয়েছি।
উল্লেখ্য মঙ্গলবার ভোররাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু হলের ৫ম তলার একটি শৌচাগার থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থীরা। এসব অস্ত্র হল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়। এই ঘটনায় হলের প্রভোস্ট আরিফ হোসেন ঘটনার দিন সকালের মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন।
এর আগে গত ৩ জুন বিশ্ববিদ্যালয়টির শেরে বাংলা হলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সেই ঘটনায় আবাসিক তিন ছাত্র তাহমিদ জামান নাভিদ, নাহিদ হাসান এবং এবিএম মুশফিকুর রহমানকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। তারা সকলেই বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তারা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত।#