৭ মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেলো পিরোজপুর জেলা আওয়ামী লীগ ৭ মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেলো পিরোজপুর জেলা আওয়ামী লীগ - ajkerparibartan.com
৭ মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেলো পিরোজপুর জেলা আওয়ামী লীগ

4:26 pm , June 20, 2023

একেএমএ আউয়াল সভাপতি, কানাই লাল বিশ্বাস সাধারণ সম্পাদক

পিরোজপুর প্রতিবেদক ॥ জেলা সম্মেলনের ৭ মাস পরে ৭৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে পিরোজপুর জেলা আওয়ামী লীগ। রবিবার (১৯ জুন)  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পিরোজপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটিতে  আলহাজ্ব এ কে এম এ আউয়ালকে সভাপতি, অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাসকে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), জিয়াউল আহসান গাজী ও শেখ ফিরোজকে সাংগঠনিক সম্পাদক এবং প্রয়াত মহিলা সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের ছেলে শেখ খালিদ অরিন্দমকে কোষাধ্যক্ষ করে ৭৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।  পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক সহ ১১জনকে সহ সভাপতি করা হয়েছে।  মো. মজিবুর রহমান খালেক ও মহিউদ্দিন মহারাজ যুগ্ম সাধারণ সম্পাদক, পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ১ নং সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলমকে ২নং সদস্য হিসেবে কমিটিতে রাখা হয়েছে।  ৭৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হেপি সহ ৬ জন নারী সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।
উল্লেখ্য দীর্ঘ সাত বছর পরে গত ২০২২ সালের  ২৭ নভেম্বর পিরেজপুর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শহীদ মিনারে অনুষ্ঠিত সম্মেলনে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি আলহাজ্ব এ কে এম এ আউয়ালকে সভাপতি এবং অ্যাডভোকেট হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক  হিসেবে ঘোষণা দিয়ে যান। পরবর্তীতে সাধারণ সম্পাদক হাকিম হাওলাদার মারা গেলে কানাই লাল বিশ্বাসকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT