4:24 pm , June 19, 2023

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ॥ বাবুগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার আজ উদ্বোধন করা হবে। সংরক্ষিত সংসদ সদস্য বেগম লুৎফুন নেসা খান এর উদ্বোধন করবেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর এই প্রথম বাবুগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার পেতে যাচ্ছে বাবুগঞ্জ উপজেলাবাসী। মঙ্গলবার সকাল ১০ টায় বাবুগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন,এমপি এর পতœী সংসদ সদস্য বেগম লুৎফুন্ নেসা খান। বাবুগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের প্রয়োজনীয়তা উপলব্ধি করে সংসদ সদস্য লুৎফুন্ নেসা খান সরকারী বরাদ্দে এটি নির্মানের ব্যাপারে উদ্যোগ গ্রহন করেন। লুৎফুন্ নেসা খান এর উদ্যোগের ১৩ লক্ষ ৫৪ হাজার ৭শত টাকা ব্যয়ে বাবুগঞ্জ উপজেলা স্টেডিয়াম মাঠ সংলগ্ন দৃষ্টি নন্দন এ শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। এছাড়াও আজ লুৎফুন্ নেসা খান ঐচ্ছিক তহবিলের ১ লক্ষ ৪০ হাজার টাকার চেক বিতরণ, চাঁদপাশা ইউনিয়নে একটি গার্ডার ব্রিজসহ বাবুগঞ্জ-মুলাদীর বেশ কয়েকটি উন্নয়ন মূলক প্রকল্পের উদ্ভোধন করবেন তিনি।