4:21 pm , June 19, 2023
খবর বিজ্ঞপ্তির ॥ গতকাল সোমবার সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ)’র নিজস্ব উদ্যোগে ও সকল কর্মকর্তা-কর্মীদের আর্থিক সহায়তায় গঠিত আইসিডিএ দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলের আওতায় স্বল্প আয়ের প্রান্তিক জনগোষ্ঠির মাঝে সহায়তা প্রদানের অংশ হিসেবে তিনজন প্রান্তিক জনগোষ্ঠির কর্ম উদ্যোক্তাদের অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন (আইসিডিএ)’র প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহিদ, সেক্টর কমান্ডার’স ফোরাম বরিশাল’র সভাপতি প্রতুল ঘোষ, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক পুষ্প রানী চক্রবর্তী, সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল’র সভাপতি অধ্যাপক টুনু কর্মকার, সবুজ আন্দোলন বরিশাল’র আহবায়ক কাজী মিজানুর রহমান, (আইসিডিএ)’র নির্বাহী পরিচালক সালমা খান, উন্নয়ন সংগঠন (শুভ) নির্বাহী পরিচালক হাসিনা বেগম নীলা, (আইসিডিএ)’র কার্যকরী পরিষদ সদস্য আবুল কালাম আজাদ।