বাসের চাপায় কলেজ ছাত্র নিহতের প্রতিবাদে সহপাঠীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ বাসের চাপায় কলেজ ছাত্র নিহতের প্রতিবাদে সহপাঠীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ - ajkerparibartan.com
বাসের চাপায় কলেজ ছাত্র নিহতের প্রতিবাদে সহপাঠীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

4:21 pm , June 19, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বাসের চাঁপায় কলেজ ছাত্র তাজিম আহম্মেদ আলভী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সহপার্টিরা। সোমবার বেলা ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা অবরোধ করে ঘন্টাব্যাপি বিক্ষোভ করে। রোববার মহাসড়কের গৌরনদীর কাছেমাবাদ এলাকায় ডলফিন পরিবহনের বাসের সরকারী বরিশাল কলেজেরে বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী আলভী (২১) নিহত হয়। ডলফিন পরিবহনের চালকের শাস্তি ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবিতে বিক্ষোভ করা হয়েছে বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। মহাসড়কের গুরত্বপূর্ন এলাকা অবরোধ করায় দুই প্রান্তে যানযটের সৃষ্টি হয়। শিক্ষার্থী রাসেল জানান, আমাদের এক সহপার্টিকে চোখের পলকে চাঁপা দিয়ে মেরে ফেলেছে ডলফিন পরিবহন। কিন্তু মালিক সমিতি ও কোম্পানির পক্ষ থেকে আলভীর পরিবারের সাথে কেউ যোগাযোগ করেনি। যে কারণে সহপাঠীরা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে। তার দাবি এ ঘটনার বিচার না হলে কাল আরেকজনকে মারবে। আমরা নিরাপদ সড়ক চাই, যাতে আর কারও প্রাণ সড়কে না ঝড়ে। রাসেলের অভিযোগ যেখানে সহপাঠীর প্রাণ গেছে। সেখানে ডলফিন পরিবহনের লোকজন হাতে তুড়ি দিয়ে বলছে আমাদের দেখে নেয়ার কথা, আমরাও এর বিচার না পাওয়া পর্যন্ত এবং নিরাপদ সড়কের দাবি আদায় না হওয়ায় আন্দোলনের পথ থেকে সরবো না। পরবর্তীতে বরিশাল মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে বাস মালিক সমিতির সাথে তাদের বৈঠক এবং বিচারের আশ্বাস দিলে মহাসড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। অবরোধ কর্মসূচিতে সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থীবৃন্দ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ফজলুল করিম জানান, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক ছিল। আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ায় তারা আপাতত কর্মসূচি স্থগিত রেখেছে। নগরীর ভাটিখানা জোড় মসজিদ এলাকার ইউসুফ আলী খানের ছেলে আলভী পড়াশুনার পাশাপাশি মোবাইল ফোনের সরঞ্জামাদি পাইকারী বিক্রেতা প্রতিষ্ঠানে চাকুরি করতো। জেলার বিভিন্ন উপজেলায় গিয়ে মোবাইল ফোনের সরঞ্জামাদি পৌছে দেয়া ও অর্ডার গ্রহন করতো। রোববার সকালে গৌরনদীতে সরঞ্জামাদি পৌছে দিয়ে বরিশালের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে ফিরছিলো। কাছেমাবাদ এলাকায় পৌছুলে ঢাকা থেকে বরিশালগামী ডলফিন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫ টার দিকে মারা গেছে সে। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল বলেন, ডলফিন পরিবহনের বাসটি মহাসড়কের ইছলাদি টোলপ্লাজা থেকে আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT