4:18 pm , June 19, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্য আশিকুর রহমানকে ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি এনামুল কবির কর্তৃক লাঞ্ছিত করার প্রতিবাদে ও এনামুল কবিরের দৃষ্টান্তমূলক শাস্তি সহ অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার দাবী জানিয়ে বরিশাল আইনজীবী সমিতির সদস্যরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার দুপুরে বৃষ্টির মধ্যে বরিশাল আইনজীবী সমিতি ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। আইনজীবী সমিতির সভাপতি ফয়জুল হক ফয়েজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দেলোয়ার মুন্সির সঞ্চলনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক আইনজীবী সমিতির সভাপতি আনিস উদ্দিন শহীদ,ওবায়দুল্লাহ সাজু, সাবেক সংসদ সদস্য শেখ টিপু সুলতান, মজিবর রহমান, শামসুজ্জামান নয়ন, আতিকুর রহমান রিয়াজ, আনোয়ার হোসেন মিজান।