ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি এনামুলের শাস্তির দাবীতে বরিশালে মানববন্ধন ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি এনামুলের শাস্তির দাবীতে বরিশালে মানববন্ধন - ajkerparibartan.com
ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি এনামুলের শাস্তির দাবীতে বরিশালে মানববন্ধন

4:18 pm , June 19, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্য আশিকুর রহমানকে ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি এনামুল কবির কর্তৃক লাঞ্ছিত করার প্রতিবাদে ও এনামুল কবিরের দৃষ্টান্তমূলক শাস্তি সহ অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার দাবী জানিয়ে বরিশাল আইনজীবী সমিতির সদস্যরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার দুপুরে বৃষ্টির মধ্যে বরিশাল আইনজীবী সমিতি ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। আইনজীবী সমিতির সভাপতি ফয়জুল হক ফয়েজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দেলোয়ার মুন্সির সঞ্চলনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক আইনজীবী সমিতির সভাপতি  আনিস উদ্দিন শহীদ,ওবায়দুল্লাহ সাজু, সাবেক সংসদ সদস্য শেখ  টিপু সুলতান, মজিবর রহমান, শামসুজ্জামান নয়ন, আতিকুর রহমান রিয়াজ, আনোয়ার হোসেন মিজান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT