4:15 pm , June 19, 2023
ইস্পাহানি ইসলামিয়া আই হাসপাতালের সহযোগিতায়
বিশেষ প্রতিবেদক ॥ হলরুমের প্রবেশপথেই এক কর্ণারে চলছে নাম এন্ট্রি ও তালিকা তৈরির কাজ। পাশেই একটি টেবিলে রোগীকে শুইয়ে রেখে তার চক্ষু পরীক্ষা করছেন বিশেষজ্ঞ ডাক্তার। অবস্থা বুঝে রেফার করছেন ছানি অপারেশনের জন্য। আরেকটু দূরে একটি টেবিলে চলছে ছানি অপারেশনের পূর্ব প্রস্তুতি। বিশেষজ্ঞ ডাক্তার ও সার্জন ব্যস্ত ছিলেন বরিশালের ৩ নং ওয়ার্ড থেকে আগত ৬৮ বয়সের বৃদ্ধ নজরুল ইসলাম লস্করের চোখের ছানি সরাতে। সোমবার বরিশাল ক্লাবের নীচতলার মিলনায়তনে ‘দৃষ্টিহীনে দাও আলো’- শ্লোগানে ছানি অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরিয়ে দেয়ার কার্যক্রমের শুভ সূচনা করেন প্রধান অতিথি রোটারিয়ান ও বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন। রোটারি ক্লাব বরিশাল ও ইস্পাহানি ইসলামিয়া আই হাসপাতালের যৌথ এই প্রকল্পের উদ্বোধন করার আগে মাহমুদুল হক খান মামুন বলেন, বাংলাদেশ তথা বরিশালের বেশিরভাগ মানুষেরই চোখে ছানি পরা একটি নিয়মিত রোগ এখন। সঠিক সময় এই ছানি অপারেশন না হলে মানুষ অন্ধত্ব বরণ করতে পারে। তাই রোটারি ক্লাব বরিশাল ও ইস্পাহানি ইসলামিয়া আই হাসপাতালের এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। দৈনিক আজকের পরিবর্তন ও প্রথম সকাল পত্রিকার মিডিয়া সহযোগিতা নিয়ে মাসব্যাপী আয়োজিত এই চক্ষুসেবা কার্যক্রম চলবে আগামী ১৮ জুলাই পর্যন্ত। তিনশতাধিক চক্ষু রোগীকে সেবা দেওয়া হবে। তবে কোরবানি উপলক্ষে তিনদিন বন্ধ থাকবে বলে জানান রোটারিয়ান এম এ মাহতাব উদ্দিন আল মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক এডিশনাল ট্রেনিং ও অর্ডিনেটর মজিবর রহমান এনি, রোটারিয়ান প্রফেসর ডাঃ আবুল কালাম আজাদ, রোটারিয়ান পিপি হান্নান মল্লিক, রোটারিয়ান জুয়েল শাহ কবীর, রোটারি ক্লাব অব বরিশাল প্রেসিডেন্ট রিয়াজ উল কবির, প্রেসিডেন্ট (ইলেক্ট) কাজী মিরাজ মাহমুদ, কাজী আল-মামুন এবং ইস্পাহানি ইসলামিয়া আই হাসপাতালের ডাঃ বুশরাসহ আরো অনেকে।
রোটারিয়ান ইঞ্জিনিয়ার এম এ ওহাব তার ডিপিএস ফা-ের সব টাকা এই চক্ষুসেবা ক্যাম্পে ব্যয় করেছেন জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা জানান অতিথিরা।