বোরহানউদ্দিনে মৎস্য খামারির পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ বোরহানউদ্দিনে মৎস্য খামারির পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ - ajkerparibartan.com
বোরহানউদ্দিনে মৎস্য খামারির পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ

3:53 pm , June 18, 2023

বোরহানউদ্দিন প্রতিবেদক ॥ বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামে মৎস্য খামারি কাশেম জমাদ্দারের মাছের ঘেরে বিষ ঢেলে মাছ মারার অভিযোগ পাওয়া গেছে। এতে মৎস্য খামারির প্রায় ৫ লক্ষ টাকার  ক্ষতি হয়েছে। একই এলাকার মজিদ জমাদ্দারের ছেলে সফু জমাদ্দার ও নূর ইসলামের ছেলে  আনোয়ার হোসেনের  বিরুদ্ধে এই অভিযোগ করেন ভুক্তভোগী মৎস্য খামারি কাশেম জমাদ্দার। তিনি অভিযোগ করে বলেন, উল্লেখিতরা আমার ২ টি মাছের ঘেরে শুক্রবার রাতে বিষ দেয়। শনিবার সকাল থেকে দিনভর পুকুরের মাছ মারা যায়। এতে দুটি মাছের ঘেরের প্রায় ৫ লক্ষ টাকার মাছ মারা যায়।
এ ঘটনায় মৎস্য খামারি কাশেম জমাদ্দার  বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT