স্বরূপকাঠির গুয়ারেখা ইউনিয়নের উপ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল স্বরূপকাঠির গুয়ারেখা ইউনিয়নের উপ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল - ajkerparibartan.com
স্বরূপকাঠির গুয়ারেখা ইউনিয়নের উপ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

3:53 pm , June 18, 2023

ভা-ারিয়া প্রতিবেদক ॥ স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে  ৯ জন এবং একই ইউনিয়নের ২নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদের উপ নির্বাচনে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। রোববার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারজানা আক্তার, স্বতন্ত্র প্রার্থী গাজী মিজানুর রহমান মিজান, মো. মাহমুদ হাসান, শান্তা রানী সুতার, গাজী মো. হুমাউন কবির (আলতাফ), মো. বাবুল শেখ, মো. সফিকুল ইসলাম, এস এম রাসেদুল হাসান ও মো. রফিকুল ইসলাম এবং সাধারণ সদস্য পদে মো. আমিরুল ইসলাম,মো. সাইদুল ইসলাম ও এম এম হাসানুর রহমান মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসার মো. শাহিন শরীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার বাছাই এবং ১৭ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রব সিকদার ও ২নং ওয়ার্ডের সদস্য মো. হান্নান শেখের  মৃত্যুতে ওই পদ দুটো শূন্য হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT