3:52 pm , June 18, 2023
ভোলা অফিস ॥ ভোলার চর চটকিমারায় স্থানীয় সন্ত্রাসীদের হাতে জিম্মি সাধারন মানুষ। একমাত্র উপার্জনের দোকানটিতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। বাঁধা দিতে আসলে সন্ত্রাসীদের হামলায় আবুল কাশেমসহ ৩ জনকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গত বৃহস্পতিবার রাতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর চটকিমারায় রাত ১১ টায় চটকিমারা বাজারের পাশে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঐ সময় কিছু বুঝে উঠার আগেই স্থানীয় সন্ত্রাসী মজিবুল, শাহিন, আলামিন, কামাল ও বেল্লালসহ ৮/১০জন আবুল কাশেম এর বাড়ি সংলগ্ন দোকানে হামলা চালায়। এ সময় ঘরে থাকা আবুল কাশেম ও তার ভাই সাহাবুদ্দিনসহ ঘরের মহিলারা বাঁধা দিলে তাদের উপর হামলা করে। এক পর্যায় লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে সন্ত্রাসীরা দোকানটি ভাংচুর করে দোকানের মালামাল লুট করে। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত অবস্থায় আবুল কাশেম ও তার ভাই সাহাবুদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে হামলা ভাংচুর ও লুটপাটের খবর পেয়ে চটকিমারার পুলিশ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে । এ ঘটনার খবর সংগ্রহ করতে গতকাল সরেজমিন গেলে সাংবাদিকরা স্থানীয় ঐ সন্ত্রাসীদের তোপের মুখে পরে। তারা নানা ভাবে ভয়ভিতি প্রদর্শন করে। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে হামলার সিকার পরিবার এবং স্থানীয়রা জানান। শেষ খবর পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয় চটকিমারা পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর (এসআই) মো. সোহেল বলেন,আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এটা জমিজমা নিয়ে দ্বন্দ্ব। এক পক্ষ কোর্টে মামলা করেছে, অপরপক্ষ মামলার প্রস্ততি নিচ্ছে। তবে আমার কাছে কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।