বৃহস্পতিবার থেকে নগরীতে টিসিবির পন্য বিতরন শুরু বৃহস্পতিবার থেকে নগরীতে টিসিবির পন্য বিতরন শুরু - ajkerparibartan.com
বৃহস্পতিবার থেকে নগরীতে টিসিবির পন্য বিতরন শুরু

3:47 pm , June 18, 2023

এবারও থাকছে না চিনি, কমেছে সয়াবিন তেলের দাম
নিজস্ব প্রতিবেদক ॥ চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে নগরীতে শুরু হচ্ছে নগরীতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পন্য বিতরণ কার্যক্রম। এ দিন নগরীর ১ থেকে ১৫ নং ওয়ার্ডে ডিলারদের মাধ্যমে কার্ডধারীরা পন্য কিনতে পারবে। পরের দিন শুক্রবার নগরীর ১৬ থেকে ৩০ নং ওয়ার্ডে পাওয়া যাবে টিসিবির পন্য। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন টিসিবির বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শতদল মন্ডল। সিটি করপোরেশন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। শতদল মন্ডল বলেন বুধ ও বৃহস্পতিবার ডিলারদের মধ্যে পন্য বিতরন করা হবে। যারা বুধবার পন্য পাবেন তারা বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে পন্য বিক্রি শুরু করবেন। তবে গত মাসের মত এবারও পন্য তালিকায় থাকছে না চিনি। সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমে ১০০ টাকা নির্ধারন করা হয়েছে। এছাড়া মশুর ডালের দাম অপরিবর্তিত রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT