নিত্যপণ্যের দাম পাগলা ঘোড়ার মত দৌঁড়াচ্ছে : সরোয়ার নিত্যপণ্যের দাম পাগলা ঘোড়ার মত দৌঁড়াচ্ছে : সরোয়ার - ajkerparibartan.com
নিত্যপণ্যের দাম পাগলা ঘোড়ার মত দৌঁড়াচ্ছে : সরোয়ার

3:39 pm , June 18, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেছেন, ২০১৪ সালে বিনা ভোটে নির্বাচিত হয়ে, ২০২৮ সালে রাতের অন্ধকারে প্রশাসন দিয়ে আর এবার নতুন যাদুর বাক্স ইভিএম দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে আওয়ামী লীগ। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য প্রশাসনের সকল দপ্তরকে আওয়ামী লীগের দপ্তর বানিয়ে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। রোববার দুপুরে নগরের সদররোডস্থ দলীয় কার্যালয়ে দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি, সিমাহীন দুর্নীতি,শ্রমিক নির্যাতন বন্ধ,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে বরিশাল বিভাগীয় শ্রমিক সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।  এসময় তিনি আরও বলেন, শেখ হাসিনা ভালো করেই জেনে গিয়েছিলো দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাহিরে থাকলে তার অবৈধ ক্ষমতার চেয়ার টিকবে না। তাই মিথ্যে মামলা দিয়ে তাকে বন্দী করে রেখেছে। অবৈধ সরকার আমাদের বিচার ব্যবস্থা ধ্বংস করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। আমরা শুধু উন্নয়ন চাই না, উন্নয়নের সাথে দেশে আইনের ন্যায় বিচারসহ গণতন্ত্র ও ভোটের অধিকার চাই। তিনি বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার সাধারন মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে শুধু উন্নয়ন দেখায়, যারফলে বাজারে নিত্যপণ্যের দাম পাগলা ঘোড়ার মত  দৌঁড়াচ্ছে। এসময় সরোয়ার শ্রমিকদলের বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন ও সফল করার জন্য আহবান জানান। বরিশাল বিভাগীয় শ্রমিকদলের সাধারন সম্পাদক জি.এম ফারুকের সঞ্চলনায় প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজী, মহানগর শ্রমিকদলের আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT