3:37 pm , June 18, 2023
ফি নির্ধারন করে দিয়েছে বোর্ড, অতিরিক্ত নিলে ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক ॥ আগামী ৯ জুলাই থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরন। যার শেষ তারিখ নির্ধারন করা হয়েছে ২৪ জুলাই পর্যন্ত। ফরম পূরনের সকল প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে। প্রতি বছর ফরম পূরনে শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত টাকার বাইরে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় কলেজ কর্তৃপক্ষ। বোর্ড নির্ধারিত ফি অনেকটা বিজ্ঞপ্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে। তারপরও এবার নিজেদের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে ফরম পূরন ফি নির্ধারন করে দিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। বোর্ড ফি কেন্দ্র ফি (ব্যবহারিক ফি) সহ বিজ্ঞান বিভাগে চতুর্থ বিষয়সহ সর্ব মোট ২ হাজার ৬৮০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা বিভাগের জন্য বোর্ড ফি কেন্দ্র ফি (ব্যবহারিক ফি) সহ ২ হাজার ১২০ টাকা নির্ধারন করা হয়েছে। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা বিভাগের কোন শিক্ষার্থীর ৪র্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে আরা ১৪০ টাকা বাড়তি দিতে হবে। গতকাল বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো ররিহয়েছে। বিজ্ঞপ্তিতে কলেজগুলোকে ২১ জুনের মধ্যে নির্বাচনী গ্রহন শেষ করে ফলাফল প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোন পরীক্ষার্থী তার নিয়ন্ত্রন বহির্ভূত কারন কিংবা শারিরিক অসুস্থতার কারনে নির্বাচন পরীক্ষায় অংশ গ্রহন করতে না পারলে কিংবা অকৃতকার্য হলে অভিভাবকের লিখিত আবেদন ও প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে ফরম পুরন করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি আদায় করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৭ আগস্ট।