প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত - ajkerparibartan.com
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত

3:36 pm , June 18, 2023

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে রোববার (১৮ জুন) বেলা ১১ টায় স্বপরিবার নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। এসময় তার সাথে ছিলেন স্ত্রী লুনা আবদুল্লাহ, ছেলে আবিদুর রহমান সেরনিয়াবাত ও পুত্রবধূ।

 

নিজস্ব প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। খোকন সেরনিয়াবাত স্ত্রী, পুত্র ও পুত্রবধূকে নিয়ে রোববার বেলা ১১ টায় গণভবনে গিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই খোকন সেরনিয়াবাত প্রথমবারের মতো রাজনীতিতে নেমে বরিশাল সিটি নির্বাচনে দলের প্রার্থী হয়ে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন। বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর আপন চাচা খোকন সেরনিয়াবাত গত ১২ জুনের ভোটে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতী ফয়জুল করীমকে ৫৩ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে নির্বাচিত হয়েছেন। মেয়র খোকন সেরনিয়াবাতের একান্ত সহকারী মো. রুবেল হাওলাদার বলেন, বেলা ১১টায় গণভবনে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মেয়র খোকন সেরনিয়াবাত। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী লুনা আবদুল্লাহ, ছেলে আবিদুর রহমান সেরনিয়াবাত ও পুত্রবধূ এ্যানদেইলিস এ্যাস্ত্রেয়া। সেখানে এক ঘন্টা অবস্থান করেন তারা। এর আগে শনিবার সকালে মেয়র খোকন সেরনিয়াবাত বনানীতে ১৯৭৫ সালের ১৫ আগষ্টে নিহতদের কবর জিয়ারত করেন। এ সময় তার ছেলে আবিদুর রহমানও উপস্থিত ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের গুলিতে মেয়র খোকন সেরনিয়াবাতও গুলিবিদ্ধ হয়েছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT