৩৩ ভাগ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে বরিশালে মানববন্ধন ৩৩ ভাগ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে বরিশালে মানববন্ধন - ajkerparibartan.com
৩৩ ভাগ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে বরিশালে মানববন্ধন

4:22 pm , June 17, 2023

পরিবর্তন ডেস্ক ॥ বরিশালে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২, এর নির্দেশনা অনুসারে রাজনৈতিক দলের সকল পর্যায়ে অনতিবিলম্বে ন্যূনতম ৩৩ ভাগ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে চন্দ্রদীপ নামের একটি সংগঠন।গতকাল শনিবার বেলা ১১ টায় অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেন তারা।আগামী সংসদ নির্বাচনসহ অন্যান্য সকল নির্বাচনে শুধু সংরক্ষিত আসনে নয় কমপক্ষে ৩৩ ভাগ সাধারণ আসনে মনোনয়নের দাবি জানিয়েছেন নারী সংগঠনটির প্রতিনিধিরা।মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, চন্দ্রদ্বীপের পরিচালক জাহানারা বেগম স্বপ্না, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, আইসিডির উপদেষ্টা আনোয়ার জাহিদসহ অন্যান্যরা।মানববন্ধনে বক্তারা বলেন, রাজনীতিতে নারী নেতৃত্ব ৩৩ ভাগ হওয়ার কথা, সেটা নিশ্চিত করতে হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT