তারুণ্য সমাবেশ সফল করতে জেলা যুব ও স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত তারুণ্য সমাবেশ সফল করতে জেলা যুব ও স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত - ajkerparibartan.com
তারুণ্য সমাবেশ সফল করতে জেলা যুব ও স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

4:22 pm , June 17, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আগামী দিনে এদেশের ভোটের অধিকার ও গনতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন বেগবান করা সহ তরুন ভোটারদের ভোটের অধিকার বঞ্চিত করা অবৈধ সরকারকে হটিয়ে তাদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ স্বাধীন হওয়ার এই প্রথম তিনি তারুণ্যদের নিয়ে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে। এরই ধারবাহিকতায় আগামী ২৪ জুন বরিশালে তারুণ্য সমাবেশ সফল করার লক্ষ্যে বরিশাল দক্ষিণ জেলা যুবদল ও বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবকদল পৃথক দুটি প্রস্তুতি সভা করেছে। শনিবার দুপুরে নগরীর সদর রোড জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে বরিশাল জেলা দক্ষিন যুবদলের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা দক্ষিন যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারুণ্য সমাবেশ যুবদলের সমন্বয়ক ও কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি জাকির হোসেন নান্নু। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিন জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদল বরিশাল বিভাগীয় সহ-সভাপতি ও বরিশাল জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড. তছলিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান নান্নু। এর পূর্বে দলীয় কার্যালয়ে তৃতীয় তলায় বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্য সমাবেশ সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক নেছার উদ্দিন জাফরের সভাপতিত্বে ও সদস্য সচিব সামসুল কবির ফরহাদের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ। এসময় অরো বক্তব্য রাখেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক রফিকুল ইসলাম জনি, সদস্য সচিব কামরুল আহসান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT